শর্ট ফিল্ম: সমর সুর

0
313

সঙ্গমের সিনে দেখেছি
ক্যামেরার লেন্স আউট অফ ফ্রেম হয়ে যায়
এখনও এত কার্পণ্য
মোমবাতি নিভে যায়,কোথাওবা টিকটিকির আরশোলার শিকার ধরা।
অধ্যাপক মানেই চোখে তার ভারী ফ্রেমের চশমা
দেখেছি,স্কুলে ঢোকার আগে দিদিমণিকে নাকের নোলক
খুলে রাখতে মিনি পার্সে।
এখনো এই ধারণা রয়ে যায় আমাদের বৃহত্তর জীবনে
ভাবতে ভাবতে রক্তকরবী পড়া শেষ হয়ে গেল
খামাকা রঞ্জনকে মারলেন কেন?
অতৃপ্ত সঙ্গম শেষে রমনীর ক্রোধ বাড়ে,এ দৃশ্যেও ক্যালেন্ডারের পাতা থেকে
রাধার কলসী পড়ে বিছানা ভিজে যায়
ঘুম ভেঙ্গে উঠে দেখি অজ্ঞাত সকাল দাঁড়িয়ে আছে জানালার পাশে।