ঋণশোধ: সাগরিকা শূর

0
193

অযথা পায়ের তলে মাটি
সরে সরে গেছে প্রতিদিন,
হৃদয়ের দেনা-পাওনাতে,
আমিও রাখিনি কোনো ঋণ।

দু’হাতেই বিলিয়েছি সব –
যা কিছু অজড়, অব্যয়,
বেদনার দাগ মুছে গেলে,
নিষ্কাম পরে থাকে ক্ষয়।

চিরাগের আলো খুঁজে খুঁজে
প্রহরা রেখেছি প্রতিবার,
আঁধার নামার পর বুঝি,
ততোধিক দামি সংহার।

স্মৃতিরা যেটুকু রেখে যায়,
তারও বেশি যদি অভিমানী,
নিয়ত অমোঘ সংশয়ে,
আমাকেই শুধু আমি জানি।