মণিপুর: সব্যসাচী সরকার

0
371

টুইটারে ২৩ লক্ষ ভিউ
আরও বেড়ে যাবে,
নেতাদের তেজী হুঙ্কার,
ক্ষতিপূরণের চেক পৌঁছে গিয়েছে।
যার যায়, সে-ই জানে,
বাকিরা মাংস ভাত, বাকিরা মাইক,
বাকিরা মন্ত্রী আর সেনাপতি হয়—
যারা যারা হাঁটছিল,
যারা চোখ রাখছিল,
দুই মেয়ে, খোলা স্তন,
তার নীচে ইনিবিনি,
উল্লাস, উল্লাস!
যেন ছয়, ফের ধোনি,
ভারত না ইন্ডিয়া,
শ্রীরাম না ডাকাতিয়া,
মেয়েরাই জানে।
ধানখেতে যেইখানে,
রক্তের ফোঁটা ঝরে,
সেইখানে পুরুষেরা নাচছে ভাসানে।
গোটা দেশ উইকএন্ড, সান্ধ্য কাবাব।
নেটফ্লিক্স ছবি হবে, দেখব আবার!