প্রেমদিবস ও একটি কবিতা: ঋতুপর্ণা খাটুয়া

0
1403

সাউথ সিটি কলেজের সামনে ডিসেম্বরে যে বর বউ
দশটাকায় বারোটা গোলাপ দিত, মনে হতো তারা
দেবদেবী। কোন পদ্য লিখে তাদের তুষ্ট করা যেত
যদি জানতাম, তাদের জন্য লিখতাম দু এক লাইন।
আচ্ছা তুমি প্রেম বলতে কী বোঝ? হাতে হাত, ঠোঁটে
ঠোঁট, পায়ে পা, গায়ে গা… কী বোঝ তুমি? এ চরাচরে
প্রেম বলে কিছু নেই জেনে রাখ। শরীর বলেও
কিছু হয় না সম্ভবত, আসলে যা হয় তা সময়ে সময়।
সঠিক সময়ে তুমি আমিই সবকিছু। পৃথিবীতে প্রেম
থেকে থাকলে ঘর এলোমেলো করার দায়ে তুমি
এক্ষুনি ছুটে এসে আমায় চুমু খেতে, জড়িয়ে ধরে
বলতে, এই সরস্বতী পুজোর দিনে ঝাল ঝাল
খিচুড়ি বানিয়ে দিই—