ভোজন: রাজীব মৌলিক

0
251

কথা বেড়ে দিচ্ছে স্ত্রী
বেকার স্বামীর থালায়
এমন রেসিপির বিকল্প কিছু নেই

বনের শেয়াল, শহরের নেড়িকুত্তা
সকলে বুঝতে পারছে

আজ কবি-র বাড়িতে রান্না হচ্ছে প্রেম