প্রকৃত শোকের কাছে সবকিছু তুচ্ছ হয়ে যায়
রোজকার জীবনের শীত, গ্রীষ্ম, মামুলি ঋতুরা
প্রকৃত শোকের আছে নিজস্ব উচ্চতা, সম্মোহন
ধ্যানের স্তব্ধতা আর আত্মার গভীর উচ্চারণ
প্রকৃত শোকের কাছে মাথা নত হয় অনায়াসে
ছড়ানো- ছিটানো যত লোভ, সব অর্থহীন লাগে
প্রকৃত শোকের আছে বেদনার গোপন আহ্লাদ
সুরের নিবিড় স্পর্শ, প্রার্থনার মতো মন্ত্রধ্বনি
প্রকৃত শোকের কাছে যেতে হয় খুব সাবধানে
অতর্কিত যাতায়াতে সে তবু চমকে দিতে পারে
প্রকৃত শোকের আছে স্বীকারোক্তি, উচ্ছ্বাস, প্রেরণা
প্রকৃতির মতো খুব গভীর, বিস্তৃত নীরবতা
আমি যাই তার কাছে, প্রকৃত শোকের কাছে, দেখি
আয়নার মুখোমুখি সে আমাকে বসিয়ে দিয়েছে
আমি দেখি আমাকেই, উন্মোচিত, ক্ষতচিহ্নে গড়া
নিরাসক্ত তার মুখ, প্রকৃত শোকের, ছায়া ভরা…