কীসের এত প্রলাপ: প্রদীপ আচার্য

0
223

গোলাবারুদের গন্ধে বাতাস ভরে গেলে
বাঁচা কি ভয়ে পালিয়ে যায়রে সাধের
এ জীবন, কষ্টেসৃষ্টে লালিত যাপন ফেলে?
প্রাণের স্পন্দন ধ্বংসস্তূপ থেকে ঠেলে ওঠে
যুগে যুগে, কালে কালে অনিবার
পাথরের বুক চিরে নেমে আসে জলধারা
আবহমানকালের সে জলপ্রপাত রুখে দিতে
পারেনি কামানের অযুত নিযুত গোলা।
পাথরের খাঁজে কুসুম ফুটে ওঠে
পাপড়ি ছড়িয়ে হাসবে রক্তগোলাপ।
গেল গেল করে কীসের এত প্রলাপ?
ঘাসের সঙ্গে শিশিরের নিবিড় আলাপন
নদীর বুকে বাতাসের এই চকিত চুম্বন
রুখে দিক দেখি আসুক সাঁজোয়া বাহিনী।