দিনের কথা: প্রদীপ আচার্য

0
595

দিনগুলি অতি দীন, হীন তবু ক্ষীণ আশা
মুছে যাবে একদিন দিবসের তেলকালিঝুল,
আততায়ী মেঘ ভেঙে রৌদ্রের ফিরে আসা
ভেঙে দেবে স্বৈরীর দম্ভের যাবতীয় ভুল।

শিখিনি কাতর হতে ভয়-ত্রাসে নব নব শঙ্কায়
হৃদয়নন্দনবন ফুলে-পল্লবে আছে ভরা,
তবু জেগে বসে থাকি, দিন যায় লবডঙ্কায়
হাওয়া এসে কানে কানে করে যায় মশকরা।

তোমার কথা বাবা, ভুলতে পারিনা কিছুতেই
বলতে তো, ঘটনার মূলসূত্র ধ’রে নাড়
আমার তো জন্মের শংসাপত্র কিছু নেই
সেই সূত্রে স্বদেশে আমি ভূমিপুত্র ফরেনার।