ভাতের হাঁড়ি: প্রদীপ আচার্য

0
268

মতলবটা তোমার বুঝে ফেলেছি চাঁদবদন
হাড়-পাঁজর আছে ক’খান তা-ও চিবিয়ে খাবে
হেঁশেলে তো আগেই ঢুকে পড়েছো বাছাধন
ভাতের হাঁড়িটাকেই আখেরে কেড়ে নিয়ে যাবে।

জানি গো কত্তা, ভাতে মারার কৌশল তোমাদের
গাওনা গাওয়ার আগে করো কত্ত ধানাইপানাই!
গরিবগুর্বো, ভাতের হাঁড়িটাই সম্বল আমাদের
তারচে’ বেশি চাওয়া পাওয়ার অধিকার তো নাই।

প্রেম বিলাতে এসেছো, সেজে নদেরই নিমাই
প্রেমের আগুনে পুড়ে যদি যায় মানুষের ঘরবাড়ি
বাতাসে উড়ে বেড়াবে যখন সব হারানোর ছাই
তখনো দেখবে ধংসস্তূপে ফুটছে ভাতের হাঁড়ি।