এই তো ফিরিয়ে দেওয়ার পালা।
পরিবারের সময় বিক্রি করে
আমি নিজের জীবন প্রস্তুত করেছি।
আমার ছেলেটি কবে
বড় হয়ে গেছে বুঝতে পারিনি,
বউ বার্ধক্যে উপনীত,
সারা ত্বকে দেশভাগের ফাটল এখন!
নদী নেই,গাছ,ফেলে আসা জমি
তার কাছে যাবো, যেন প্রাচীন পাখিটি,
যে সময় ধ্বংস হয়েছে,
দূর গ্রহ থেকে পেড়ে আনব আবার।
অভিমানের পথ পুষ্পসংগ্রহ।
ফুলে ফুলে ঐরাবত একা, ছুটে এল ওই—
মেঘ অপেক্ষা কর,রথ প্রস্তুত!
দুখানি আঙুল ছুঁয়ে আমায় বলতে দাও :
‘ভালবাসি।’