একটি চুম্বনের চিত্রকল্প: নিলয় নন্দী

0
327

কোন অনুতাপ বা অভিযোগ ছাড়াই
আমি এঁকে ফেলি চাঁদ, চুম্বন আর মরণাপন্ন বেহালা
তুলির টানে সম্পূর্ণ করি নদীর বাঁক, মন্দার বন
এই ক্যানভাস আর গৃহস্থালি আমি মেলাতে পারিনা
সমস্ত দিনের শেষে নোনাধরা দেয়াল, হয়তো বা
অনায়াসে ছেড়ে চলে যাই ভাঙনের শহর…

তোমারও কি মনে পড়ে পুরুষালি ভ্রমণকাহিনী
সূর্যাস্তের মুহূর্ত, গানের কলি, জৈব রসায়ন
রোদের নামতা, ছায়ার নামতা, হিসাবনিকাশ
ঠোঁটে কতটুকু ঠোঁট রাখলে শূন্য অস্তিত্ব
যোগ বিয়োগ গুণ ভাগে বিশ্বাস করি না আর
দুঃখ সুনিবিড়। বাণপ্রস্থ ওষ্ঠ থেকে মুছে যায় নারী।

চকিতেই রিরংসা আসে। চকিতে নির্লিপ্তি।
আশ্বিনের বেহালা ছাড়া প্রিয় আর কিছু নেই
তবে কী সম্পর্ক এখনো সম্ভাবনাময়!

চুম্বন সন্তর্পণে নামে ক্যানভাসে স্বমেহনে চাঁদ