জাদু ছড়ি: নীতি

0
363

তোমাকে দুঃখবোধে ডুবিয়ে রাখতে চাইনি। দোষ আমার! একের পর এক যে তীর আমি মেরেছি, তা এমন নির্মম হয়ে ফিরবে ভাবিনি। তুমি বুঝবে না, তোমাকে ছাড়া রাত-দিন কেমন দুর্বিষহ কঠিন ধাঁধার মতো হয়ে উঠছে। পোড়ো বাড়ির গুমোট অন্ধকার যেমন গলা টিপে ধরে পিছন থেকে। আমি হিসেব মেলাতে পারছি না। চাঁদ ভাল লাগছে না। কবিতা ভাল লাগছে না। দগদগে জোছনার মতো স্রোত বইছে শরীর দিয়ে। পা পিছলে যাচ্ছে আমার। মন নেই। কথা নেই। এই বিবাদ পর্দা কবে কাটবে অভিমন্যু? ঘুণ ধরছে প্রেমে। আর সময় নিও না। কাছে এসো। ঘোরাও তোমার জাদু ছড়ি। ম্যাজিক হোক!