ভোগ: মহঃ রিয়াজ

0
67

দ্বিপাক্ষিক টান, কয়েকটা আঁচড়
কিছুটা সুন্দর মুহূর্তের কারণে
যখন চলেই এসেছ,
তখন তোমাকে ভোগ করতে হবে।

তোমাকে ভোগ করতেই হবে
তোমাকে ছুঁয়ে দেখতে হবে,
সাত রঙের জীবন।

সে ভোগে হয়তো থাকবে রক্ত
অথবা নোনা জল,
ইচ্ছে হলে গড়ে নিও
নতুন একটা দল।

তুমি পারবে ওদের সাথে মিশে যেতে,
পাওনা প্রসাদ চিবিয়ে খেতে।

সব সংযম সরিয়ে ফেলে
জয়ধ্বনি দেবে ভোগের তালে,
পূর্ব গেছে তুমিও যাবে
মরীচিকা ভোগের কালে।