কোজাগরী চাঁদ: মাধবী দাস

0
195


নীরবতার ভেতর লাল নীল সাদা
পতাকা মিছিল করে। ওড়ে । গান গায়
ঘাসে ঘাসে জলবিন্দু বৃষ্টি হয়ে ঝরে
কাচের ও পিঠে বসে থাকে
কোজাগরী চাঁদ…কে মোহ, কে ভালবাসা?
ধূলায় যে সব অন্ধকার !


আলুথালু বারন্দায় ছড়ানো রয়েছে
ধানের শীষের আলপনা
পাশ দিয়ে হেঁটে গেছে চকিত সংসার
দূর থেকে মনে হয় যেন, গৃহিণীর অভিমান।
ঘরের মধ্যেও তাঁর ঘর নেই, লুপ্ত হয়ে গেছে
সোহাগের নদী, এর মধ্যে পথ করে
যতদূর যাওয়া যায়, সেখানে কলঙ্ক…
কোজাগরী চাঁদ… কে আপন, কে বা পর?
ধূলায় যে সব অন্ধকার!