সম্পর্ক: হৃদয় হোম চৌধুরী

0
280

তোমার পিছুটানে লেগে আছে গাঢ় নিশীথ
তবু তুমি গোপনীয় বলে এঁকে ফেলেছো শরীরের মূর্ছনা
অথচ রোমাঞ্চ ভেঙে বহুজন্মের বিষাদ জেগে আছে,আজন্মকাল
কিন্তু সরোদের কম্পন এসব ঘটনায় ভোরের কুয়াশা, নন্দনতত্ত্ব

এবারে আমার মিশে যাওয়ার পালা
যেন অদূরে আলোর আভাস উদীয়মান সারাক্ষণ
এসেছি, প্রেম অতীত বলে তুলে দিই আদিগর্ভ স্পর্শ
সঙ্গে শেষ সমুদ্রস্নানে লেগে থাকা নিয়ন আলো

জীবনের সহজ ঘর এক অজ্ঞানতার বিমুগ্ধ নক্ষত্র
নীল মায়াবি আলো বর্তমান। কিন্তু বিরহে নিকষ কালো
হাজারো আলেয়ার মাঝে দেখতে পাবে,বেদনার ধুরন্ধর অভিমান
হিংস্র পৃথিবীর ক্যানভাস ভরিয়ে তোলে,
এভাবে তুমি জীবনের নানা উপকথায় এলোমেলো ঝড়

তারপর বেঁচে থাকার প্রবল আবেগ ভ্রম বলে বেজে ওঠে
তখন তোমার থেমে যাওয়া ফের এক নির্জন দিনযাপন।