নিশীথ হে: দীপশিখা পোদ্দার

0
218

রাতভর জলের ভিতরে ডুবে ডুবে যাই
খুলে যায় কত যে দরজা !
জলের দরজা বুঝি এরকম !
ডুবে যেতে যেতে কী যে ঘুম পায় !
আমি আগামীর কপাট খুলতে গিয়ে দেখি—
অবুঝ সুখেরা সব পেখম তুলেছে যেন অবিনশ্বর আলো
সে-আলোয় ভাসতে ভাসতে কত কিছু তুচ্ছ হয়ে যায় !
গাছের কোটরে ঘাপটি মেরে বসে থাকা অতৃপ্তির ঘুণপোকা আর দীর্ঘশ্বাস
বাপরে বাপ ! আলো কী না পারে !

রাতভর জলের ভিতরে ডুবে যাই … দেখি
তুমুল ঝড়ের কালে তৃপ্তিরাও কীরকম
এলোমেলো সুখের ছোঁয়ায় হাত ধরে টেনে তুলছে
বেঁকেতেড়ে যাওয়া অতৃপ্তিদের … আর

চমকে চমকে উঠছে আলো।