বৃন্দাবনী সারং: দীপান্বিতা সরকার

0
276

মনে মনে অধীন থাকা সহজ
অনায়াসে চরণ ধূলায় লীন
ফুলচয়ন, গাগরিভরন
সবই কল্পসম্ভব
যদি তুমি রাখো।
কোথায় রাখবে শ্যামরায়?
তোমার দু’পা গলে গেছে
ওই পাহাড় বনের ধারে
এদিকে বেলা নেমে এলো
আমি সাজে বসি
শেষ দিনে এসো
ছায়ার মত পাশে রেখো
যা দেবে তা-ই স্বীকার্য সেদিন, কী পিপাসু এই দাস্যভাব!

চোখ গেঁথে রাখলাম মাটিতে
যে চোখে জল এলে ভেবো গান–
বৃন্দাবনী সারং