অর্থহীন: দীধিতি চক্রবর্তী

0
255

শবের পাশে সবই কেমন অর্থহীন!
শেয়ার বাজার, নিউজ পেপার,সেফটিপিন…

শবের পাশে সবই ভীষণ অর্থহীন।

ভাতের হাঁড়ি,মাসকাবারি,মুড়ির টিন,
ফার্নিশ ফ্ল্যাট,দক্ষিণে রোদ, ফলস সিলিং
পিএনপিসি, ই জেড সি সি,ব্যস্ত দিন…
সেলেব রোয়াব,ফ্যান ফলোয়ারস,লেগ পুলিং…

শবের পাশে সবই বড়ো অর্থহীন।

প্রত্যাখ্যান,প্রতিশ্রুতি অন্তহীন…
উড়োচিঠি,মন্দ কথা, ফোনের রিং…
যুদ্ধবিমান,শান্তির গান, বা পুতিন…

শবের পাশে সবই ভীষণ অর্থহীন।

ঘুমিয়ে থাকা একখানা মুখ কী কঠিন!
এক পৃথিবী হিসেব-নিকেশ অর্থহীন…

শবের পাশে সবই কেমন অর্থহীন!