ভালবাসার কথা: দিব্যেন্দু ঘোষ

0
803

কোটি কোটি বার বলেছি
দাপাতে দাপাতে বলেছি
বিছানায় লাট খেতে খেতে বলেছি
কাঁদতে কাঁদতে বলেছি
গাছেদের পাখিদের দিব্যি খেয়ে বলেছি

পাহাড়ের চূড়ায় উঠে বলেছি
মাটিতে পিঁপড়ের উচ্চতায় নেমে এসে বলেছি
চোখ থেকে যখন আগুন বেরিয়ে আসছে
তখন বলেছি

বলতে বলতে গলা চিরে গেছে
শুধু বলব বলেই ঘুমাইনি দীর্ঘকাল
বলার জন্যই আকুল হয়ে থেকেছি সর্বক্ষণ
বলতে বলতে আগুন খেয়েছি স্বেচ্ছায়

বলার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে
এমন আশায় গোপনে পুজো দিয়েছি
বাগদেবীর মন্দিরে

বলতে বলতে কবিতা থেকে যতিচিহ্ন
দূরে সরে গেছে ক্রমশ
মৃত্যু এসে চেপে ধরেছে হাত পা কোমর
তবুও বলা থামাইনি

বলতে বলতে বলা সরল হয়েছে বলেই
প্রজাপতি ভালবাসার কথা
সহজে বিশ্বাস করেনি