আজান: ধীমান ব্রহ্মচারী

0
452

রাতের আকাশে জ্বল জ্বল করে আলোরবাতি
মনে হয় আলোর নেশায় মত্ত কালো এই মহাশূন্য

ভোরের পাতায় জমে জল
রোদের আলোয় চোখ ফোটে ঘাসেদের
রেল লাইনের ধারে সারি সারি যেসব দোকান,
তাদের ব্যস্ততা বাড়ে,রোদের তেজ বরাবর,
উনুনের আঁচ,
ঝেঁটিয়ে ফেলা ধুলো,
রাস্তা জুড়ে ছিটিয়ে থাকে জলের ছোপ,আর মাটির গন্ধ
এভাবেই সবটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়

শুরু হয় ভোরের আজান।