এটুকু উদ্বেগ: দেবায়ন চৌধুরী

0
504

যেটুকু আলো এসে পড়ে রিক্সার গায়ে
আমি তার হিসেব লিখে রাখি

বিশ্বকর্মা পুজো ছাড়া আর গমগম করে না স্ট্যান্ড

ছাতিমের গন্ধে গলিপথ ভ্রমণ–
গোপনে নেশা ছাড়ানোর পোস্টার নেই

আগে-পরের মধ্যে বহুতল দীর্ঘশ্বাস

বসন্ত এসে গেলে মনে হয়
মানুষ আরো একা হয়ে গেছে!