আত্মজীবনী লেখার মুখড়াটুকু: চৈতালী চট্টোপাধ্যায়

0
221

ছেঁকেছুঁকে লিখেছি কত না –
মাতৃকুলের অপযশ হবে,সেই ভয়ে।
গর্ভের জল ভেঙে গেলে বলেছি,
কিছু না কিছু না!
ঘর পুড়ে গেলে সেই ধোঁয়া,পোড়া মাংসের ধোঁয়া,পাকিস্তানের দিকে উড়িয়ে দিয়েছি।
কেউ আর কানাকানি করেনি আমাকে নিয়ে!
সমাজ, সংসারে,যন্ত্রণায় মরে যেতে যেতে, সেয়ানার মতো,উৎস ঘুরিয়ে দিয়েছি ধর্মতলায়,যেখানে ধর্ণায় বসেছে নরনারী।
কখনও -বা,প্রেমিকের মিছিল চলেছে –
ওরা স্রেফ বন্ধু আমার, এইমতো লিখে
পাঠকপাঠিকার ধ্যানে জল ঢেলেছি!
জাগে অশ্রু, জাগে কাম,তাকে খাল কেটে হড়পা বানের মধ্যে, দুঃসংবাদের মধ্যে মিশিয়ে দি…
এরকম চলতে থাকলে, একদিন
আমাকে টের পাবে না কেউ,
আমি খুব ভদ্রভাবে বাঁচতে পারব