জিরাফ ও স্বদেশ: ব্রহ্মজিৎ সরকার

0
276

জিরাফের পায়ে জল দিতে দিতে গলা লক লক করে
আকাশের মেঘ ছুঁয়ে ভাবে, এই তার দেশ

ধুলো মেখে পরে আছে আমার স্বদেশ…

আমার পায়ের নীচে পাথরের জমি
আমার জমির পাশে হাড় কঙ্কাল
জিরাফ দেখেছে তাকে!

সে কি আজ ভুলে গেছে মায়াময় নদী
ভুলে গেছে ধ্যান রত সাধুর আদেশ!

ধুলো মেখে পরে আছে আমার স্বদেশ…