ঢেউ দিয়ে লেখা: বিনায়ক বন্দ্যোপাধ্যায়

0
679

স্বপ্ন যদি তর্ক করে
আমি তার দু’ঠোঁটে আঙুল
না রেখে বুঝিয়ে দেব
বাস্তবের সবক’টা ভুল;

কিন্ত ভুল ঠিক করব না।
বালির ভিতরে থাকা সোনা
গয়না হয়ে যদি ফিরে আসে
ছোট বউ গায়ে দিয়ে,
আবারও পালিয়ে যাবে
সরল বিশ্বাসে…

কবিতা তো জটিল বিষয়
অনেকের হয় না
কিন্তু কারও কারও হয়।
যার হয়, তার হাতে থালা দিয়ে বাড়ো মাছ-ভাত;
যার হয় না, হাতহীন সেই দেবতার
নাম, জগন্নাথ।

সে আমার পথ
তার জন্য সেজে ওঠে রথ;
তাকে ভালবাসি বলে, রক্ত মুছে
ঢেউ দিয়ে লিখেছি শপথ!