রি-ইউনিয়ন: বর্জ্যকবি

0
345

বেশ কিছু কথা দিয়ে না রাখা
ফুল দিতে অপারগ যে শাখা
হাত ধরে-থাকা সেই বোবা হাত
থাকতে চেয়েও শেষে না থাকা

নেশাতুর, বেলাগাম সে রাতে
আদুরে ওমের লোভ পোহাতে
সোহাগের চৌকাঠ লঙ্ঘন
বিবেকের বেমক্কা জেহাদে

শীতঘুমে কুয়াশারা খেলাপি
ভুলে থাকা মানুষের থেরাপি
বসন্তে বিচ্ছেদ বেসোয়াদ
অপমান, বোকাদের সেরা ফি!

সময়কে হতে দাও নেশাড়ু
সংসারে সবাই তো দাবাড়ু
শেষ কথা শেষ চাল : কিস্তি
মৌত সে হি হোনা হ্যায় রুবারু

আবেগরা জেদ দিয়ে ঘেরাও
কী ভেবে যে বাস্তবটা এড়াও
‘গিয়েছ’, সে-কথা যদি সত্যি
সত্যি তো আবার ‘কাছেফেরা’-ও