মৃত্যু: অরিত্র সান্যাল

0
460

প্রায় নারীকণ্ঠে বিলাপের উচ্চতায়
উড়ে যাচ্ছে হৃদয়বেদনাবাহী রিক্সার পর রিক্সা।
নীচে এই শহরের চাপড়া-চাপড়া ত্বক
পড়ে থাকে করুণ মাধ্যাকর্ষণের দিন।
নদীর আকাশে এক তীব্র আলোর ছেদ
দেখা গেল পাখিদের হৃদয়যন্ত্র লেগে
ওই শেষ অস্ত্রোপচার
বেতারে ছড়িয়ে পড়ে
এইভাবে গান