যাওয়া: অর্ঘ্য দত্ত

0
428

ভেবেছিলে ওই পারে শালবন আছে?
দীর্ঘ আর ঋজু। তারা কথা বলবে চোখে চোখ রেখে
ওই দিকে সুশীতল হাওয়া বয়, নক্ষত্রের ভিড়
তোমার নিষ্পত্র শিরে আঁকা হবে জ্যোতির-বলয়?

এপার মলিন বড়। আলোহীন রোগা ভালবাসা
মাঝারি মাপের, তাই মিহি অজুহাতে
ছিঁড়ে ফেলে স্নেহ-রজ্জু, গা থেকে খসিয়ে ফেলে প্রত্নপরিচয়
হেঁটে যাচ্ছ ওই পারে, যাও…

ওপারে এখন একা, দীর্ঘতর ছায়া পড়ে শূন্য দাওয়ায়।
ভালো আছো? মাঝে মাঝে স্বপ্নে দেখা হলে, মৃদু হাসো
দুজনেই অভিনয় করি, স্মৃতিভ্রষ্ট যেন…

কি কায়দায় ধীরে ধীরে সরে গেছ অচেনা পাড়ায়!