বিষান সিং: অঙ্কুশ পাল

0
423

যখন আকাশের ছবি তুলি
মানচিত্রের খন্ড খন্ড দেশ গুলোর কথা মনে পড়ে
এঁকেবেঁকে কত রেখা
ভূখণ্ড কে ভাগ করেছে দৃঢ়তার সঙ্গে
দাগের এপারে ওপারে,
কত বিভেদ, কাটাকাটি, মারামারি
অথচ আকাশে কিছুই ছাপ ফেলেনা এসব।
এখনও ভূখণ্ড নিয়ে টানাটানি হয়
কিন্তু, আকাশ নিয়ে কেউ টানাটানি করে না
কারণ, মানচিত্রে আকাশ দেখা যায় না
তাই মান্টো আকাশের গল্প বলে গেছে
যে আকাশ দেখবে বলে বিষান সিং
অত বছর দাঁড়িয়ে থাকার পর শুয়ে পড়ে …

মাটি আর আকাশ মিলেমিশেই ছিল,
মানচিত্র আঁকতে গিয়ে সব ভাগ হয়ে গেল!