কারুবাসনা: আবির মুখোপাধ্যায়

0
583

বুকের মধ্যে শ্বাপদ অতীত
নিঃশব্দে বহন করি, একা
হর্ষে-বিষাদে, এমনকি রবিবার, এমনকি সঙ্গমক্ষণে
দীর্ঘ, নিষিদ্ধ এই অন্ধকার যাত্রার
কোনো অন্তিম নেই, জানি-

তবু; যদি কোনোদিন পথ ভুল ক’রে
একটি শাদা মার্জার, ঢুকে পরে, এই অতিকায় শুন্যতায়
তার পিছু পিছু
একটি ভোরের দ্বারে উপনীত হতে পারি, এতটুকু আলোর শুশ্রূষা…

লোভে, লোভে, আত্মমুখী পুরুষের দিন কাটে
নিদারুণ কারুবাসনায়…