মার্চ: মেমরি: অনিন্দিতা গুপ্ত রায়

0
7

পাতা ঝরে পড়ার কোনও শব্দ নেই
শুধু একটি মুহূর্তের কাছে
ঋণী থাকা আছে

ক্ষয়ে যাওয়াদের
সবুজের,
রন্ধনশালার সব স্বাদু
ক্লোরোফিল নামধারী
কণাদের
আবছা ক্রমশ: হতে হতে
মুছে যাওয়া আছে

গাছ তা কি টের পায়
শব্দহীন খসে যাওয়া
পর্যন্ত তার কি অপেক্ষা থাকে?
আর অযুত অপেক্ষার ধুলো
ভিজিয়ে ভিজিয়ে
সে একেকটি
পান্ডুলিপি সাজায়
বসন্তে বিরহে…

তার সেই কষ্টগুলোর নাম
তুমি যেন দু:খ রেখো না ভুল করে