দেবার্ঘ সেনের কবিতা

0
127
Debardha Sen

দেবার্ঘ সেনে (Debardha Sen)

মান্দাস

ভাঙা আদর্শের চাদরে
লেগে আছে রাত
ধাপে ধাপে আবাদ, তোমার আমার।

শুধু আমার কাছে
শাঁখা ভেঙে
নিঃশুল্ক লাল চেয়েছিলে।

আধুনিক আজ হয়েছে উত্তর
তুমি মান্দাসে বইয়ে দিয়েছ তোমার
সকল চুম্বন।

আমাকে কেউ ডাকেনি
রক্ত প্রবাল কুমারী সৈকতে
এসে পড়ছে,
শেষ পঙক্তির আলো…

 

বৃথাজন্ম

প্রশ্রয়ে আজ পতন লেগে আছে
হারিয়ে গেছে রাইজোবিয়াম
বেদনা কোনও উপত্যকা নয়।
এপিঠ ওপিঠ আমাকে শুধুই
স্থবির করে দাও…

ধোঁয়া ওঠা গরম ভাত !!
নির্মূল করি এ হাতছানি।

নবপল্লবে, আমাকে দাও বৃথাজন্মের শুষ্কতা..

-ইতি,

দেবার্ঘ সেন