শর্বরী চৌধুরী (Sarbari Chowdhury)
ব্যর্থ
নিজের পায়ের ছাপ দলিত করি নিজেই
ছায়া হেসে ওঠে
বালুচর দিয়ে হাঁটতে হাঁটতে গর্ত খুঁজি,
যেখানে লুকোতে পারব নিজেকে।
দিনবদলের গান শুনতে পেলে দুহাতে
চাপা দিই কান।
অসহায় অপারগতায় ক্রুদ্ধ হই নিজের ওপর !
সাফল্যের অতিরিক্ত কিছু চাইনি জীবনে,
আজ সাফল্যের হাঁ-মুখ গিলে খাচ্ছে আমাকে।
এ-ই আমার একমাত্র ব্যর্থতা !
ভয়
আমি ভীত একটি শরীর পেয়েছি বলে
ভীত একটি আত্মা পেয়েছি বলে
যা কিছু নিজের নয়,তা পেলে অনিশ্চয়তা
জাগে মনে।
পৃথিবীর উপকন্ঠে বসবাস করতে গিয়ে
দেখেছি অনেক কিছু।
দেখেছি কীভাবে বাঁচতে চেয়ে মানুষ হারায়
মহিমা !
দেখেছি কেমন করে বিক্রি হয় শিরদাঁড়া!
তাই আলোর থেকে অন্ধকারই ভালোলাগে,
কারণ অন্ধকার আমার নিজস্ব সম্পদ।