সুদীপ দে সরকার (Sudip De Sarkar)
আত্মপ্রকাশ
দাঁড়াও
কথাগুলোকে মাজাঘসা করে নিই একটু
তোমরা বোসো
ফোনের সুইচ্টা অফ্ করাই থাক্, বড্ড বিরক্তিকর—
এটা তো জানোই যে আমার
দেরি হয়ে গেছে বেশ খানিকটা
ওই যে জানলা-দিয়ে-মুখ-বাড়ানো রোদ্দুর
ওই যে অসময়ের ডাক, কোকিলের —
ওরা জানে
একবার যখন আমি পা বাড়িয়েছি
তখন আর কেউ
দাবায়ে রাখতে পারবে না আমারে।
ফুটো পকেট থেকে
এতটা সময় পড়ে গেছে
ঝরে গেছেই যখন বালি
তখন আর
কারও কথা শুনব না আমি
শুধু
আমার কথাগুলোকে ঘসামাজা করে করে
সামান্য পদবাচ্য করে তুলতে চাই তোমাদের সামনে,
তোমরা একটু
বোসো।
চেয়েছিলাম
চেয়েছিলাম কত কিছুই, কিন্তু সবই ফক্কাবাজি
চেয়েছিলাম গরমে জল, মেঘের মুখে শিল্পকাজ
যেমন দূর দিগন্তের নাম বদল করতে চাই
যেমন চাই ঈশ্বরের মতন কোনও নিয়ন্ত্রণ
কিন্তু সবই পাগল হয়ে নাগাল ছেড়ে পালিয়ে যায়
পাণ্ডুবর্ণ দিনযাপন ব্যাখাহীন দাঁড়িয়ে থাকে
চেয়েছিলাম সঙ্গে নিতে, চল্ একটু বেরিয়ে আসি
কিন্তু সে যে ভীতুর ডিম, ফাটবে বলে, তবু ফাটে না
রামধনুকে দেখতে পেলে বলে উঠবে গলার ফাঁস;
মেঘলা দিনে আলোবাতাস উল্টোপাল্টা ছলনারাশি —
কত কিছুই চেয়েছিলাম, ব্যক্তিগত উদযাপন—
কিন্তু সবই মুখ লুকোয়, বাইরে কেউ বেরুচ্ছে না।