জীবনে কখনো কোনো জটিল অঙ্ক নির্ভুল করেনি,
ধাঁধাঁ বা শব্দছকে ভয় পেয়ে এসেছে আজীবন,
নতুন শহরে গিয়ে চেনা বাড়ি গুলিয়ে ফেলেছে,
কম্পিউটারে টানা নাজেহাল, অনলাইন একদম না,
ঠিকানা ভুলেছে কতো সহজ সাফল্যের, বন্ধুরা একা
ছেড়ে গেছে, ছুঁড়ে গেছে বদনাম, কতোবার গসিপ করেছে,
টাকা খসে গেছে ছেঁড়া মানিব্যাগ বা পকেট থেকে,
সম্পর্কেরা যেন জলের মতোই আঙুলের ফাঁক দিয়ে
ঝরে গেছে পথে, পোশাকের কোণে কতো ময়লা জমেছে,
যথাস্থানে যথাযোগ্য মুচকি হাসি তবুও আসেনি,
চোখে জল নেই, তবু যেন জল খোঁজে পিপাসার দেশে,
জল খোঁজে, বল খোঁজে, একমনে খোঁজে ঝুমঝুমি
জলের অপর নাম জীবন জেনেছে সে, জেনেছে সে
জীবনের শেষ মানে তুমি।