তিনছক্কা: বকুল বৈরাগী

0
215

রোজ রোজ ভুলে যেতে চাই

তবুও সেই অবাধ্য পিছুটান,

প্রতিদিনের আশ্বাসে হারিয়ে ফেলেছি নিজস্বতা,

স্তূপীকৃত জঞ্জাল থেকে তুলে নিয়ে ছিলাম

পরম সমাদরে, গঙ্গাজলে ধুইয়ে দিয়েছিলাম গা,

সর্বাঙ্গে ছড়িয়ে দিয়েছিলাম বাদশাহী আতর।

লুডো খেলায় দানটা চেলে ছিলাম প্রথম থেকেই ভুল।

কখনো কখনো তিন ছক্কা ও তোমাকে

নিরাশ করতে পারে,

সামান্য একটা পুঁট জিতে নেয় জীবনের বাজী।

কেউ খুশি তোষামোদে,

কেউবা আভিজাত্যে নতুবা আত্ম অহমিকায়।

নিজেকে মানিয়ে নিয়ে ছিলাম বেশ,

সঞ্চিত স্বপ্নকে সযত্নে তুলে রেখেছিলাম সিন্দুকে,

তালাও লাগিয়ে ছিলাম শক্তপোক্ত

শুধু চাবিকাঠি অজান্তেই

তুলে দিয়েছিলাম অন্যের হাতে।