প্যারিসে কি বুদ্ধ পূর্ণিমা? : ঋতম্ মুখোপাধ্যায়

0
366

“অর্ধেক নগরী তুমি
অর্ধেক কল্পনা” (পথে প্রবাসে)

প্যারিসে সূর্যের আলো
ক্রমশ সন্ধ্যার রঙে মেশে
ফরাসি ভাষার মতো
নরম, মধুর এই রাত…

তোমার হাসিতে দেখি
মোনালিসা হেসে ওঠে আজ
ল্যুভর মিউজিয়াম —
ছবির দূরত্ব মুছে যায়!

এদেশে চাঁদের আলো
পূর্ণ মায়ায় মন ভোলে
এখানে একলা মন
বিদেশ ভ্রমণ করে চোখে

এখন মধ্যরাত —-

ওখানে কি চাঁদ ওঠে?
প্যারিসে কি বুদ্ধ পূর্ণিমা?