এই সময়কে নিয়ে: কান্তিময় ভট্টাচার্য

0
343

বারবার ফিরে যাচ্ছ, বারবার, কতবার শূন্য ক্রোধ নিয়ে

আমার কোনো মনখারাপ নেই একথা আঙুল তুলে বলে দিচ্ছি তোমাকে

পৃথিবী নিঃস্ব হয়ে যাচ্ছে, শস্যভূমিতে কাৎ হয়ে পড়ে আছে কাকতাড়ুয়া

রুক্ষ মাটি বন্ধ্যা, হা-হা অন্ধকার পেটজোড়া খিদে

কথোপকথন হলো না, নদী উলটে যাচ্ছে, জল গড়িয়ে আসছে বারান্দায়

তুমি ভয় পাচ্ছ না, তুমি চমকে উঠে জড়িয়ে ধরছো না ঈশ্বরকে

বরং কতকগুলো সাদা কাগজে ওঁ শান্তি লিখে ছড়িয়ে দিচ্ছ হাওয়ায়

আমার কোনো মনখারাপ নেই, না-তোমাকে নিয়ে, না-এই সময়কে নিয়ে