প্রিয়বরেষু: বৃন্দাবন দাস

0
256

বড় মুখ করে বললে, সংসারই চলে না
এবার কবিতাটা ছাড়ো

ভিতরটা তোলপাড় করে দিলে
এতদিনের সখ্যটা নিজে-নিজেই খেলে

তোমাকে বোঝানোর ভাষাই নেই
কবিতা নেশাও নয়, কবিতা পেশাও নয়

কবিতার জন্যে মই বাইতে হয় না
কবিতার জন্যে আকাশেও উড়তে হয় না
মাটিতেও টলতে হয় না

আমার সংসার আর কবিতা মাখামাখি
ওরা সহাবস্থান জানে, ওরা রাগ-অনুরাগ জানে
ওরা জানে কবিতা সম্রাটের

আর একটু হাত বাড়াও
দেখবে
কবিতা তোমাকেই মুকুট
পরিয়েছে…