কাঠের ভাষা: অগ্নি রায়

0
198


আনারকলিকে ঘিরে গাথা হচ্ছে পাথর
সেলিমের কথা বলতে গিয়ে বারবার
ধরে আসছে বাবার গলা আর ঘুমের মধ্যে
তলানি হয়ে যেতে যেতে বাদশাহের নির্দেশ
মিশে গেল লতা মঙ্গেশকরের রেকর্ডে


ঘোরানো সিঁড়ি দিয়ে একে একে নেমে যাচ্ছে
বিষণ্ণ জোকারেরা
শীতে শাস্তি পাওয়া ছেলেদের কথা ভেবে
আর ফিরবে না তারা
শুধু মরচে পড়বে উৎসব


শেষপর্যন্ত দ্বিচারিতাই থেকে যায়
বিশেষত এই পাখির উড়ে যাওয়া
সূর্যাস্তের সময়
যখন পাপের জন্যই
সময় কম পড়ে যাচ্ছে


একটা সিগারেটের কাছে
সব তাপ স্বীকার করে যাব,
দূরে তামাকগন্ধী মিনার যদি জাগে
তাকে বলে যেতে হবে সব কথা