ছোটনাগপুর থেকে: রুমা তপাদার

0
260

ছোটনাগপুর থেকে পথ ফিরে এলে
সমতলে সমবেগে যেতে যেতে মায়া ধাক্কা দেয়
উঁচু আর নিচু লাগোয়া লাগোয়া ছোটাছুটি
মন নেমে আসে মন উঠে যায় হুটোপুটি সার
ধীরে ধীরে গতি কমে শিথিলতা আসে চোখেমুখে
চড়া রোদ, খুব শীত এইসব শীর্ষে যাওয়ার মতন উত্তেজনা থাকে না কোথাও
নদী খাল ঝরনার স্ফূলিঙ্গ গায়ে এসে লাগে
হাত-পা-শরীর কেঁপে ওঠে আচমকাই
মনে পড়ে অংশত অন্যায়বেলা
জলজ দর্পণে মুখ চোখ বেঁকে যায়
নিজেকে নিজেই চিনতে পারি না

ছোটনাগপুর থেকে মাটি ধীরে ধীরে নেমে যায়…
অগত্যা আকাশ নেমে আসে এক পা এক পা করে জড়তায়!