ক্রম পঞ্জিকা: আদিত্য মণ্ডল

0
192

আমেরিকা সাত, ইউরোপ পাঁচ, রাশিয়া সাকুল্যে চার দিন
জীবনের বাকি দিনগুলো আমি চেয়েছিলাম তোমাকে দিতে
ফোড়নের মতো দপ করে জ্বলে উঠে
তুমি, কয় মন অসন্তোষ ঢেলে দিলে…

অথচ আমাকে ধরে রাখতে চেয়েছে, সমুদ্দুর
সামুদ্রিক ফ্যানা, সে-ই আরব্যরজনী, এক একলা আকাশ

চীনের প্রাচীর
আজও দেখো রয়েছে একই
কত পর্যটক প্রতিদিন আসে যায়!

ব্যবধান গড়েছে সময়
শীতের শহরে, বস্তা, আরাম যখন
রূপকথা লাগে না কষ্টকে
পাওয়া এবং না-পাওয়া, কোনো মিথ মনে হয়…

লিখেছি আমার প্রেমকথা, আকাশের স্লেটে
জীবন্ত ডাস্টার যদি হও
তোমার কি খুব অসম্মান হবে?