গুচ্ছ কবিতা: মেঘ বসু

0
318

সন্ধ্যা তারা
পথে পথে জল
দুরূহ বেদনা!

পথে পথে বেজে যায় গান
ক্ষমার মতন

অদূরে গোলাপ
ভাঙা পাপড়ির শোকে
লেখাটি বিহ্বল!

বিকেলে পথিক নামে
সন্ধ্যার জটলা

একা একা তারা
উঠেছে আকাশে
প্রেমিকার মতো।

পুজো
সেই লেখাটিকে নতুন পোশাক দেব ভাবি
যার নাম, পাঠকের মুখে শুনি।

প্রেমিক
সে আসেনি
এসেছে কুয়াশা
বেড়াতে চোখের বাড়ি

আমি তাই
প্রহরী শুধুই
আমার ছায়ার!

শূন্যতা জানিল শুধু
সে কিছুই জানিলনা!

শুধু সুর বুকে নিয়ে গান
কিছুটা থমকে
ফের বেজে যায়
সন্ধের মায়ায়…

তুলনা

নবীন পাঠক এল
শীতের উপমা হয়ে
আমি তো ছুঁয়েছি ফুল
জরুরি কথার ভুলে!