একদিন সমস্ত সহজ হবে , জানি।
লিখতে লিখতে হবে, সে তো।
লেখা এক স্বরাজ রাজধানী।
লেখা এক মস্ত বড় সেতু।
সেতুবন্ধ করেছি শরীরে।
হাত আর পায়ের ভিতরে
কাজ আর বিশ্রাম পুরেছি।
শিশু হয়ে মাঠে নেমে গেছি।
এই ত সফল বিদ্যালাভ।
এই ত সজীব প্রতি কোষ।
হাত আর পায়ের মিলনে
এই ত ভুলেছি আক্রোশ।
শরীরকে করেছি মন্দির
হাত জুড়ে হয়ে আছি স্থির
সমস্ত সহজ হোক তবে।
লড়াই ত ভ্রম শুধু। ধীর
শান্ত হয়ে লড়াই থামাব
একদিন ভুলি পরিশ্রম।
আসলে লড়াই নিজভূমে
নিজের ভিত্তিতে আমরা ঘাঁটা।
আমাদের দুদিক পুড়েছে
দগ্ধ মুখ, পুড়ে গেছে গা-টা
যে জাহাজে, তলদেশ নেই
সে জাহাজ ভাসে? ডোবে সেই।
তুমি আর তোমার আত্মতা
টেনে রাখো গুণ আজ। তাকে
হাতে পায়ে মন্দিরের মুদ্রা দিয়ে ডাকো
সমস্ত বিরামে চলে যাবে
তুমি শুধু সৃষ্টিতে থাকো!