সুরা ও চুম্বনের কবিতা: গৌরব চক্রবর্তী

0
578

ভালোবাসা যায় কিনা, ভালোবাসা থাকে কি, জানি না
স্মৃতির পুরোনো খামে গ্রহণের রেণু লেগে আছে
জুড়িয়েছে চোখ আর মাটি পুড়ে গেছে খোলা পায়ে
কীভাবে কাউকে, বলো, এতখানি ভালোবাসা যায়?
চোখের সামনে থেকে না-দেখার ভান করে দেখি
চোখের আড়াল হলে সে দৃশ্য সহ্য হয় না
বলি তো অনেক কথা, না-বলাটুকুই বেশি বলি
চলি ভাঙা-ভাঙা পথে, পথে পথে ভাঙা হয়ে চলি
সমস্ত অভিপ্রায় স্খলনের সমানুপাতিক
হৃদয় ঘায়েল হলে সে আরও অনেক প্রেম খোঁজে
সে আরও অনেক বেশি বিষাদের নেশায় মাতাল
সে আরও অনেকখানি বেহিসেবী, লোকলজ্জাহীন

আসলে সভ্য নয় মানুষ আদিম হতে চায়
না হলে কাউকে, বলো… সেভাবে কি ভালোবাসা যায়?