সর্বগ্রাসী: অজিতেশ নাগ

0
19

“পরস্তস্মাত্তু ভাবোহন্যোহব্যক্তোহব্যক্তাৎ সনাতনঃ।
যঃ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি॥”
(শ্রীমদ্ভগবদগীতা পঞ্চদশ অধ্যায়ঃ পুরুষোত্তমযোগ)

এক উল্কাপিণ্ডের মতো ধেয়ে এসে আছড়ে পড়েছে সর্বগ্রাসী চেতনা
সংস্কার-কুসংস্কারের তেজঃদীপ্ত পথে শরীর ক্রমশ কাঠ হয়ে উঠছে
ভীত হয়ো না। যতটুকু তাপ সহ্য করবার মতো শক্তি আহরণ করেছি
সেই মহা-প্রকাণ্ড উল্কাপিন্ড থেকে; সবটাই দানপাত্রে রেখে যাবো।

হে দৈব-নির্ধারিত স্বয়ম্ভূ
তুমি নির্জন-দেহ-দ্বীপের যাযাবর প্রহরী হয়ে থেকো
নয়তো এক অদ্ভুত প্রলয় দ্বাবিংশবর্ষ অতিক্রম করে হানা
দেবে নিজস্ব ঠিকানায়, কেননা যা নিত্য এবং ব্যক্ত ও
অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না।

হে অবিনশ্বর
ক্ষমা করো, ক্ষমা করো।