ভালো লাগে না
ভালো লাগে না এভাবে খুর চালাতে স্তব্ধতার গলায়
কামধেনুর বোঁটা থেকে গলে নামছে দুধের ঝরনা
আমের শাখা কাঁপে চাঁদের চুন্বনে থরথর
এ সময় যদি নদী থাকত কোনও
আমার জানালার পাশে
থাকত যদি মাধবীলতা অথবা শেফালি
আমি আর কোনওদিনও শুনতাম না ভৈরব রাগে আলাপ