Recent Posts
Most Popular
পূর্বপুরুষ: তন্ময় মণ্ডল
মাছি উড়ে যায় শূন্য গোয়ালঘরে
দু-পুরুষ আগে গ্রাম ছেড়েছিল যারা
তাদের শব্দ শকুনের কানে বাজে
তাদেরও উঠোনে ফুটছে নয়নতারা।
ভিজে চোখ নিয়ে প্রাণ হাতে করে ছুটেছে
দাঙ্গার দিনে কেউ...
অন্তহীন: অন্তরা চ্যাটার্জী
বুকের ভিতর দৌড়ে বেড়ানো অসুখ
শূন্য থেকে নেমে আসে বারান্দায়।
আকাশ জুড়ে হামাগুড়ি দেয় ঈশ্বর
অদৃশ্য, অস্তিত্ব তবু অন্তহীন--
আমি দু:খ ভাঙতে রোজ হাঁটু গেড়ে বসি,
এনে দিই ফুল,...
রাত: সূর্য মণ্ডল
ভালো লাগে না
ভালো লাগে না এভাবে খুর চালাতে স্তব্ধতার গলায়
কামধেনুর বোঁটা থেকে গলে নামছে দুধের ঝরনা
আমের শাখা কাঁপে চাঁদের চুন্বনে থরথর
এ সময় যদি নদী...
বৃষ্টি, শুধু বৃষ্টি: বাপ্পাদিত্য রায় বিশ্বাস
বৃষ্টি শুধু বৃষ্টি অবিরাম শুধু বৃষ্টি
ঝরছে ঝরে পড়ছে খোলা দুই চোখে শুভদৃষ্টি
শুভযাত্রার কত দেরি আর, কানে আসবে কি তার শব্দ
যে অবিরাম ঝরে শ্রাবণে করে...
বাদ্য: সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়
পুরনো দিনের কথা মনে পড়ে।
খাটের কোনায় শুয়ে মাথার ভিতরে থাকে
অচেনা অট্টালিকা, প্রহরের বাঁশি।
বেহালা বাজিয়ে ওঠে, কতিপয় ব্যথাতুর সদ্য কিশোর।
সেইখানে পূর্বজন্ম -
রেখে কোন এক মরা...