ভেতরের দিকে ঢুকে এলে গাঢ় জখম। মৃত্যুর নেশার মতো
ঘরের চতুর্দশ সম্ভাবনা নিয়ে আমি হেঁটে যায়।
রাস্তার অসুখ, মহুয়ার গন্ধ নিয়েও মন্ত্রের জাদুর মতো
খুলে ফেলো প্রায় সমস্ত নিয়মিত পাপ। পাইপ বেয়ে নেমে যাও আরও নীচে
যেখানে ভূ-গর্ভস্থ জরায়ু ফুটে আছে
নেশা করো। নেশা করো ঈশ্বরের অষ্টম আয়ুধের পাশে।
শত্রুর দিকে তাকাও কৃতজ্ঞতাবোধে, সেই আসলে তোমাকে নির্মাণ করেছে…
জামার ভিতর লুকিয়ে রেখেছ যে ছুরি তার অপরাধবোধ মুছে দাও।
জলের কাছে নামিয়ে রাখো সমস্ত স্লোগান…
এভাবেই ব্রহ্ম আসে। ফিরে যায়। হাত ও পায়ের পাতা ধুয়ে সতর্ক থাকতে হয়, সড়ক!