বৃষ্টি, শুধু বৃষ্টি: বাপ্পাদিত্য রায় বিশ্বাস

0
14

বৃষ্টি শুধু বৃষ্টি অবিরাম শুধু বৃষ্টি
ঝরছে ঝরে পড়ছে খোলা দুই চোখে শুভদৃষ্টি
শুভযাত্রার কত দেরি আর, কানে আসবে কি তার শব্দ
যে অবিরাম ঝরে শ্রাবণে করে সবাইকে ঘোর জব্দ?
বৃষ্টি শুধু বৃষ্টি সে কি যথেষ্ট জোরে ঝরছে
আমার যে স্নান প্রয়োজন সে কি তেমনটা দান করছে?
যারা হল ভিজে টইটম্বুর তাদের তো এল মুক্তি
করে আমাকেই ঘরে বন্দি তার মান পায় কোন যুক্তি?
যন্ত্রণা, নাকি করুণায়, নাকি দু’ কূল কাঁপানো দ্বন্দ্বে
আমায় ঘিরেছে সারারাত সারা বছরের মধু ছন্দে!
ভাঙা ডাল ঝরা পাতাদের শুশ্রূষা তার স্পর্শে
আমি বসে স্মৃতি হাতড়াই কবে দেখেছি পৃথিবী হর্ষে
বৃষ্টি শুধু বৃষ্টি রাতভর শুধু বৃষ্টি
ঝরছে ঝরে পড়ছে জাগে দুই চোখে শুভ দৃষ্টি।