বান্ধবীমূলক: রাজ ঘোষ

0
8

গোঁফের রেখা স্পষ্ট হয়ে থেকেই খেয়াল রাখি,
কে কতটা সুন্দর।
কার গালের টোল ছাপিয়ে পড়ছে পিঠ অবধি চুলের গন্ধকে
আর কে চামচ দিয়ে খাইয়ে দিয়েছিল খিদে পেয়েছে শুনে
সব খেয়াল রাখি।
তবু বুঝে উঠতে পারিনা কিছু, একা একা বহুদিন হলো।
প্রথমে ভাবি, বান্ধবীদের প্রেমে পড়তে নেই, তারপর মনে হয়
বান্ধবী ছাড়া কারোর প্রেমে পড়তে নেই;

বড় একা লাগে। এবিষয়ে বান্ধবীদের সাহায্য নেওয়া যায় কোনোভাবে!